| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী মুক্ত বাতাসে মুফতী জসীম উদ্দিন রাহমানী


মুক্ত বাতাসে মুফতী জসীম উদ্দিন রাহমানী


রহমত নিউজ     26 August, 2024     12:18 PM    


দীর্ঘ ১১ বছর ১৬ দিন পর কারাগারে আবদ্ধ থাকার পর অবশেষে মুক্ত বাতাসে ফিরলেন মুফতী জসীম উদ্দিন রাহমানী। এসময় কারা ফটকে হাজার হাজার মানুষ তাকে “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” ধ্বনিতে স্বাগত জানায়। 

সোমবার (২৬ আগস্ট) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

মুক্তির পর মুফতী জসীম উদ্দিন রহমানী উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, হাইকোর্ট থেকে আমাকে জামিন দেওয়া হয়েছিল। শেখ হাসিনার ইঙ্গিতে আমাকে ফের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। 

তিনি বলেন, আমি দীর্ঘদিন কারাগারে থেকে বুঝেছি, আমরা কে কোন দল করি ইসলামের শত্রুরা সেটা আলাদা করে না। ওদের কাছে সকল মুসলমানই শত্রু। তাই আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন সকলকে একতাবদ্ধ হওয়া। 

২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে মুফতী  জসীম উদ্দিন রাহমানীকে গ্রেপ্তার করা হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা